আগামী মঙ্গলবার (২০ জুলাই) তৃতীয় প্রকাশ হবে ব্র্যাক ‘ব্র্যাকাথন ৩.০’ উদ্ভাবনী ধারণার ফল। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবেন চার লাখ টাকার বিনিয়োগ। একইসঙ্গে ডেলের পক্ষ থেকে ল্যাপটপ এবং জিপির পক্ষ থেকে জিপি হাউজে ইনকিউবেশন সহায়তা।
এর আগে শুক্রবার (১৯ জুলাই) রাজধানীর জিপি হাউজে শুরু হয় ৩৬ ঘণ্টার ব্র্যাকাথন প্রতিযোগিতা। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. আতিকুর রহমান, ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ও টেকনোলজি কেএএম মোর্শেদ প্রমুখ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আজ (২০ জুলাই) শেষ হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন সামাজিক সমস্যার টেকসই সমাধান দিতে শেষমুহূর্তের লড়াইয়ে রয়েছেন প্রতিযোগিরা।
সূত্রমতে, এবারের আসরে নির্দিষ্ট ৫টি সমস্যার সমাধান চাওয়া হয়েছে, যা কিনা আপনাদের প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে সমাধান দিতে হবে।