আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬০তম আসরে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের খুদে গণিতবিদ এসওএস হারমান মেইনার কলেজের ছাত্র এম আহসান আল মাহীর জিতেছেন রৌপ্য। মোট ২২ পয়েন্ট পেয়ে সে এই গৌরব অর্জন করে। এছাড়াও দলের চারজন সদস্য পেয়েছেন সম্মানজনক স্বীকৃতি।
শনিবার বাংলাদেশ সময় ভোর রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে গত মঙ্গল ও বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ইউনিভাসিটি অব বাথের স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের ৬ প্রতিযোগী।
বিজয়ী মাহীর ছাড়া অন্য প্রতিযোগিরা হলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সৌমিত্র দাস, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের আহমেদ ইত্তিহাদ হাসিব, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের মো. মারুফ হাসান রুবাব, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দেওয়ান সাদমান হাসান ও নটর ডেম কলেজের মাশরুর হাসান ভূঁইয়া।
মোট ৭৬ নম্বর পেয়ে বাংলাদেশের অবস্থান ৬৭।
গত বছর প্রথম স্বর্ণপদক ও ১১৪ নম্বর পেয়ে বাংলাদেশের দলীয় অবস্থান ছিল ৪১তম।
প্রসঙ্গত, ২৪২–এর মধ্যে ২২৭ এবং ৬টি করে স্বর্ণপদক জিতে এবারের গণিত অলিম্পিয়াডে যৌথভাবে শীর্ষস্থান পেয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ১ নম্বর কম পেয়ে তৃতীয় হয়েছে দক্ষিণ কোরিয়া। সবাইকে চমকে দিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে উত্তর কোরিয়া।