কাতারের দোহায় অনুষ্ঠেয় ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০১৯)-এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০১৯)।
এবারের বিডিজেএসও ২০১৯–এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আটটি শহরে। অঞ্চলগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও নেত্রকোনা।
এবছর থেকে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে যুক্ত হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি। তাই এবার থেকে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে- প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ-১২শ, ১ জানুয়ারি ২০০৪–এর পর যাদের জন্ম)।
আঞ্চলিক পর্বে অংশ নিতে হলে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। “আগে এলে আগে পাবেন” ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। একজন শিক্ষার্থী একটি মাত্র আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে। তাই সুবিধাজনক কাছাকাছি একটি অঞ্চলে রেজিস্ট্রেশন করতে হবে।
৮টি অঞ্চল ছাড়া অনলাইনে আয়োজিত হবে একটি ই-অলিম্পিয়াড। যে কোন শিক্ষার্থী bdjso.org/eOlympiad ঠিকানায় রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ই-অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। এর বাইরে লক্ষ্মীপুর, পাবনা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর ও শরিয়তপুরে হবে স্কুল অলিম্পিয়াড।
নির্ধারিত কিছু স্কুলে এই অলিম্পিয়াড আয়োজিত হবে। আঞ্চলিক পর্ব, ই-অলিম্পিয়াড এবং স্কুল অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায় আগস্টের তৃতীয় সপ্তাহে। জাতীয় পর্বের বাছাইকৃতরা অংশ নিবে ৫ম বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্প থেকে নির্বাচন করা হবে কাতারের দোহায় অনুষ্ঠেয় আইজেএসও ২০১৯ এর বাংলাদেশ দল।
বরিশাল ও সিলেটের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই ২০১৯ তারিখ। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও নেত্রকোণায় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট এবং ঢাকার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট ২০১৯ তারিখে।