নিজেদের নেটওয়ার্কভূক্ত টপরাইডারেদের মধ্যে হেলমেট বিতরণ করেছে উবার। সোমবার (১৫ জুলাই) মহাখালীর একটি রেস্তোরায় ১০০ জন মোটো বাইকারদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।
এক মাস ধরে চলা রাইডারদের সচেতনতা বৃদ্ধি উদ্যোগের অধীনে এই কার্যক্রমে হেলমেট বিতরণ করেন উবার বাংলাদেশের প্রধান জুলকার কাজী ইসলাম।
এ বিষয়ে তিনি বেলেন, “যেহেতু বাংলাদেশ ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এখানে সড়ক নিরাপত্তার ভূমিকা অপরিমেয় গুরুত্ব বহন করে। সড়ক নিরাপত্তার জটিলতার উপর আলোকপাত করতে নীতিমালাগত উদ্যোগ ও সচেতনতা তৈরি করে এমন কার্যক্রমগুলোর সমন্বয় প্রয়োজন। উবারে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়। এই হেলমেট বিতরণ সচেতনতা গড়ে তুলতে এবং চালকদের সড়কে নিরাপদ থাকতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী।”
জানা গেছে, হেলেমেট বিতরণ ছাড়াও রাইডারদের দৃষ্টিশক্তি পরীক্ষার উদ্যোগ নিতে যাচ্ছে উবার। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ম প্রতিপালনেও প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) অনুসারে, রাস্তায় হেলমেটের পর্যাপ্ত ব্যবহার মৃত্যুর ঝুঁকি ৪০% এবং মাথায় আঘাত পাওয়ার ঝুঁকি ৭০% পর্যন্ত হ্রাস করতে পারে।