বিএসটিআই অনুমোদন না থাকা, প্যাকেটের গায়ে মূল্য না লেখা এবং ঠিকানা না থাকায় সানফ্লাওয়ার ব্র্যান্ডের এলইডি ও সিএফএল নির্মাতা কোম্পানি গুপ্তা ইনফোটেক ইন্দো বাংলা ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ আগস্ট) রাজধানীর পুরান ঢাকার নবাবপুর এলাকায় ষড়ঋতু টাওয়ারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ওই ভবনে মাল্টিপ্লাগ তৈরির দুটি কারখানাসহ অনুমোদন ছাড়া বৈদ্যুতিক তার তৈরির তিনটি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও মো. শরিফুল ইসলাম।
অভিযানের সময় সানফ্লাওয়ার কোম্পানির মালিকপক্ষের প্রতিনিধি এবং সেসব অবৈধ কারখানা মালিকদের বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে আসতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটিকে অতি দ্রুত অনুমোদনসহ মোড়ক পরিবর্তন করতে নির্দেশনাও দিয়েছেন অভিযানিক দল।