পদ্মা সেতু নিয়ে বিভিন্ন টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এক যুবককে আটক করে তার বিরুদ্ধে জাজিরা থানায় একটি মামলা করেছে পুলিশ ।
২০ বছরের ওই যুবকের নাম হেলাল উদ্দিন ঢালী। হেলাল জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। সে পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের স্থানীয় শ্রমিক।
আটকের পর মঙ্গলবার জাজিরা থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর সন্ধ্যায় তাকে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, হেলাল পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করত। সোমবার বিকেলে সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সেনা সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তারা সেতুর ৪২ নম্বর পিলারের কাছে হেলালকে টিকটক ভিডিও বানাতে দেখেন।
সেনা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার মোবাইল ফোনে টিকটক ভিডিওগুলোতে পদ্মা সেতু নিয়ে নানা নেতিবাচক প্রচার পাওয়া যায়। সেনা সদস্যরা তাকে জাজিরা থানায় নিয়ে যান।
সেখানে হেলাল অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হওয়ার পর মঙ্গলবার হেলাল উদ্দিনকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।