১০০ গ্লোবাল টেক চেঞ্জমেকার্স এর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের শপআপ সহপ্রতিষ্ঠাতা আফিফ জামান, পিকাবু সহ-প্রতিষ্ঠাতা মরিন তালুকদার এবং এসবিকে টেক ভেঞ্চার ব্যবস্থাপনা পরিচালক সনিয়া বশির কবির।
গ্লোবাল নন-প্রফিট পাবলিকেশন রেস্ট অব ওয়ার্ল্ড এই তালিকা করেছে। প্রকাশিত তালিকার সারসংক্ষেপে বলা হয়েছে, সিলিকনভ্যালি ও পশ্চিম দুনিয়ার বাইরের টেক নেতা, উদ্ভাবক এবং বিনিয়োগকারী থেকে শুরু করে অ্যাক্টিভিস্টদের মধ্য থেকে যাদের প্রচেষ্টা বিশ্বের বেশিরভাগ জনসংখ্যার বসবাসকারী দেশগুলিতে সরাসরি প্রভাব ফেলে তাদের নিয়েই এই তালিকা করা হয়েছে।
চেঞ্জমেকার্স হিসেবে ডিজিটাল অ্যাক্সেস এর মাধ্যমে অনানুষ্ঠানিক ব্যাসাকে অর্থনীতির মূল স্রোতধারায় যুক্ত করতে আফিফ জামানকে শুধু ‘মুসকিলে আসান’ বিশেষজ্ঞই বলা হয়নি; ‘র্যাডিক্যাল অপ্টিমিস্ট’ বা ‘কট্টোর আশাবাদী’ বলেও অভিহিত করা হয়েছে।
অপরদিকে মরিন তালুকদার তার প্রতিষ্ঠিত ই-হাটবাজার অনলাইন প্লাটফর্ম বিক্রির পর ক্রেতাদের জন্য ‘কাস্টমার মেম্বারশিপ’ এবং ‘মান্থলি পেমেন্ট’ প্লান দিয়ে ‘পিকাবু’ অনলাইন শপ-কে বাংলাদেশের সবচেয়ে ‘বিশ্বস্ত প্লাটফর্ম’ হিসেবে গড়ে তুলেছেন বলে উল্লেখ করা হয়েছে।
আর সোনিয়া বশির কবির এর অবদান তুলে ধরতে গিয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ তুলে গ্রামীণ ডিজিটাল উন্নয়নে তার অনন্য উদ্যোগ ডি-মানি, সোলশেয়ার এবং প্রাভা হেলথ গঠন এবং নবীন উদ্যোক্তাদের আর্থিক সংস্থানের বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয় বারের মতো এই তালিকা প্রকাশ করলো রেস্ট অব ওয়ার্ল্ড। অঞ্চল ভিত্তিক তালিকায় দক্ষিণ এশিয়ার ১৫জন চেঞ্জমেকারর্সের কথা উল্লেখ করা হয়েছে এবারের প্রকাশনায়। এর শুরুতেই আছে শ্রীলঙ্কার ডিজিটাল মিডিয়া অ্যান্ড কনসাল্টিং ফার্ম সার্জ গ্লোবাল ওপেন সোর্স ফ্যাক্ট চেকিং প্লাটফর্ম ওয়াচডক সহ-প্রতিষ্ঠাতা ভানুকা হারিসচন্দ্র।
তবে তালিকায় সর্বোচ্চ সংখ্যক চেঞ্জমেকার্স হয়েছেন ভারত থেকে। এরা হলেন- ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অপার গুপ্ত, ফিনটেক স্টার্টআপ নাভি টেকনোলজিস সহ-প্রতিষ্ঠাতা শচীন বংশাল, টাটা ডিজিটাল প্রেসিডেন্ট মুকেশ বংশাল, মাইক্রোব্লগিং প্লাটফর্ম ‘কু’ সহ-প্রতিষ্ঠাতা অপ্রমেয়া রাধাকৃষ্ণ, অনলাইন কসমেটিক সেলার নিকা’র সহ-প্রতিষ্ঠাতা ব্যাংকার ফাল্গুনি নায়ার, সেকুয়া ক্যাপিটাল ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাজন আনন্দন, নেটফ্লিক্স ইন্ডিয়ার ভাইসপ্রেসিডেন্ট টু কনটেন্ট মনিকা শেরগিল এবং ভারতের ডিজিটাল রেগ্যুলেশন এক্সপার্ট ভিদি সেন্টার ফর লিগ্যাল পলিসি প্রতিষ্ঠাতা অর্ঘ্য সেনগুপ্ত।
এছাড়াও পাকিস্তান থেকে এই তালিকায় রয়েছেন দেশটির ইনভেস্ট টু ইনোভেট স্টার্টআপ এর প্রতিষ্ঠাতা কলসুম লাখানি ও ক্যাটালিস্ট ল্যাব প্রতিষ্ঠাতা জেহান আরা।
দক্ষিণ এশিয়ার দেশ থেকে এই তালিকায় নেপাল থেকে একমাত্র চেঞ্জমেকার্স কয়েছেন দেশটির শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান এফ১সফট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট বিশ্বাস ঢাকল।