রাজধানী ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড়ের অদূরের বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেডের নিজস্ব জায়গায় স্থাপিত হবে দেশের প্রথম টেলিকম টাওয়ার। গত ৪ এপ্রিল এই ফ্লাগশিপ টাওয়ারটি স্থাপনে অনুমোদ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
হাজার কোটি টাকায় নির্মিতব্য তিনটি ভবন নিয়ে তৈরি হতে যাওয়া এই টাওয়ারটি স্থাপিত হবে বিটিসিএল এর নিজস্ব অর্থায়নে। ভবনের জন্য একটি নির্দেশনাও এরই মধ্যে নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ। এখন চলছে কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়া।
শিগগিরই ভবন নির্মাণে পরামর্শক নিয়োগ ও ভবনের নকশা চেয়ে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে বলে ডিজিবাংলা-কে নিশ্চিত করেছেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন।
ভবনটিতে দেশে সেবা দেয়া সকল টেলিকম অপারেটর এবং ইন্টারনেট সেবাদাতাদের জন্য অফিস স্পেস রাখার পাশাপাশি তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে আগেই সেসব বিষয় খোলাসা করতে রাজি হননি বিটিসিএল প্রধান। শুধু জানিয়েছেন, অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী আমরা আশা করছি দেশের প্রথম এই ফ্লাগশিপ টেলিকম টাওয়ারটি ৫ বছরের মধ্যে নির্মাণ করা সম্ভব হবে।