মোবাইল অ্যাপ চালু করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। একইসঙ্গে একযোগে রাকাবের সব শাখায় অনলাইন ব্যাংকিং (সিবিএস), আরটিজিএস, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও সয়ংক্রিয় চালান প্রক্রিয়া চালু করা হয়েছে। এখন থেকে ঘরে বসেই ব্যাংকিং সেবা নিতে পারবেন এ ব্যাংকের গ্রাহকরা।
বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে মোবাইল অ্যাপের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
রাকাব ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মণ্ডল, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায় ও জেলা প্রশাসক আব্দুল জলিল।
এখন সহজেই প্লে-স্টোর থেকে রাকাব ই-ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করে সেবা নিতে পারবেন রাকাব গ্রাহক। এ জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে গ্রাহককে। এর বাইরেও ডেস্কটপ ও ল্যাপটপে লগ-ইন করেই ব্যাংকিং সেবা নেওয়া যাবে।
কৃষির উন্নয়নে ঋণ সহায়তা নিয়ে কৃষকের পাশে দাঁড়াতে ১৯৮৭ সালে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক হিসেবে যাত্রা করে রাজশাহী উন্নয়ন ব্যাংক। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় ৩৮৩টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি।