এশিয়া-প্রশান্ত মহাসগরীয় দেশগুলোর মধ্যে কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি ও রোবটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময় বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) ৩৬তম এশিয়া এবং প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে এ প্রস্তাব দেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল থেকে আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে দেয়া বক্তব্যে দক্ষিণ এশিয়ার ক্ষুধার্ত মানুষের খাবার নিশ্চিতে সবাইকে এক হয়ে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ লক্ষ্য অর্জনে এ অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা বাড়ানো, প্রযুক্তি বিনিময় এবং কৃষি অর্থায়নে বিশেষ আঞ্চলিক তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান।
গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা বন্যা-খরা প্রতিরোধী এবং লবণাক্ততা সহনশীল ফসলের জাত উদ্ভাবন করেছেন যা কঠিন পরিবেশে জন্মানো যেতে পারে।’
বাংলাদেশের জীবিকানির্ভর কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘টেকসই উৎপাদন নিশ্চিত করতে আমরা যান্ত্রিকীকরণ, ভাসমান কৃষি, ছাদকৃষি, হাইড্রোপনিক এবং অ্যারোপোনিক চাষ এবং সমন্বিত চাষসহ অত্যাধুনিক কৃষি অনুশীলন পদ্ধতিতে যাচ্ছি।’
বক্তব্যে মোবাইলে থেকে ১০ টাকায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার উদ্যোগের কথা তুলে ধরে সরকারপ্রধান।