আগারগাঁও সরকারি নিউ কলোনীকে দেশের প্রথম স্মার্ট কমিউনিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে “আগারগাঁও নিউ কলোনী সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন ২০২২” এ অংশগ্রহণকারী আজাদ-টিপু পরিষদ।
এজন্য নির্বাচনী ইশতেহারে স্মার্ট কলোনী গঠনের ৭টি রূপরেখা ঘোষণা করেছে এই প্যানেলটি। প্রতিশ্রুতিটি এরই মধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভোটারদের বড় একটি অংশ সক্রিয়ভাবে এই প্যানেলের প্রচার প্রচারণা চালাচ্ছেন।
প্যানেলের সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলী মোল্লা জানিয়েছেন, এজন্য আমরা পুরো কলোনীকে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থা করবো। একইসঙ্গে এই ইন্টারনেট যেন নিরাপদ থাকে সে জন্য প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থার অধীনে আনা হবে এই এলাকার ইন্টারনেট সংযোগ।
এর আগে তিন দফায় নির্বাচিত হওয়া স্থানীয় গণপূর্তের এই সেবক আরো জানান, ঝুলন্ত তারমুক্ত গ্রিন অ্যান্ড ক্লিন কলোনি হিসেবে গড়ে তুলতে সমস্ত ওপেন ক্যাবলিং সিস্টেম অপসারণ করে আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম প্রবর্তন করা হবে। আইপি ও সেট টপ বক্স পদ্ধতি চালু করা হবে। এছাড়াও কলোনীর ভবিষ্যত প্রজন্মকে সোসাইটি ৫.০ এর উপযুক্ত হিসেবে গড়ে তুলতে আমরা এখানে পর্যায়ক্রমে একটি AR/VR থিয়েটার এবং রোবটিক অ্যাসিস্ট্যান্স সেটাপ বা ডিজিটাল কমিউনিটি স্থাপন করবো। আর সবার মধ্যে সার্বক্ষণিক বন্ধন অটুট রাখতে আমরা আমাদের জন্য তৈরি করা হবে নিজস্ব অ্যাপ।
প্রসঙ্গত, ২৯ জানুয়ারি, শনিবার সকাল ন’টা থেকে বিকেল তিন ঘটিকা পর্যন্ত “আগারগাঁও নিউ কলোনী সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন ২০২২”-এর ভোট গ্রহণ। ত্রি-বার্ষিক এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুটি হচ্ছে কায়েস-নবী এবং আজাদ-টিপু পরিষদ। ভোটের আগে নির্বাচন থেকে ২ প্রার্থী সরে দাঁড়ানোয় এখন প্রার্থী আছেন ৪০ জন। এদের মধ্যে ২১ কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচন করবেন ১৮৯জন ভোটার।
ভোটে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো: শামসুদ্দিন। তার সঙ্গে দায়িত্ব পালন করছেন মিজানুর রহমান ও সোহেল
সোহেল রানা।