তিন দিকে নদী, একদিকে বঙ্গপোসাগর, মাঝখানের দ্বীপটির নাম রাঙ্গাবালী। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ গেলো পটুয়াখালির দুর্গম এই বিচ্ছিন্ন এ দ্বীপে। ফলে এখন বিদ্যুতের আলোয় আলোকিত পুরো দ্বীপ।
পটুয়াখালী পল্লিবিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজটি মোটেই সহজ ছিল না। নদীর নিচ দিয়ে দীর্ঘ ১০ কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই দ্বীপে বিদ্যুৎ নিতে ব্যয় হয়েছে ২৩০ কোটি টাকা।
এর মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে রাঙ্গাবালী উপজেলার ছয় ইউনিয়নের ৬৫টি গ্রামের প্রায় দুই লাখ মানুষ। বিদ্যুৎ আসার ফলে তাদের জীবন মানের আমূল পরিবর্তনের পাশাপাশি আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে বলে মনে করেন তারা।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে রাঙ্গাবালীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিদ্যুৎ সংযোগের কার্যক্রম। সংযোগের কাজ শেষে গত ১২ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে আলো জ্বালানো হয় গ্রাহকদের ঘরে। ইতোমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মাধ্যমে এ উপজেলাটি শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।