সাইবার ক্যাফে ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিসিএল অনলাইন সার্ভিসের এ,এম, কামাল উদ্দীন আহমদ সেলিম।
১২ অক্টোবর, কোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের দুই বছরের জন্য নব-নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন-
সিনিয়র সহ সভাপতি হয়েছেন কিউ ক্লাব টেকনােলজি-এর মােঃ সিরাজুল হায়দার, ১ম সহ সভাপতি আইটি বেজের মীর মােশাররফ হােসেন, ২য় সহ সভাপতি ডলি আইটির মােঃ মনিরুজ্জামান (মনির), সাধারণ সম্পাদক ডব্লিউ ডব্লিউ ডব্লিউ কম্পিউটার এর আনােয়ার আহম্মেদ (মিঠু), যুগ্ম সম্পাদক টাচ্ নেট এর মােঃ মহসীন আজিজ, অর্থ সম্পাদক ই-সেল এর মােঃ শাহ ইকবাল বাবু, সাংগঠনিক সম্পাদক ইয়ােলাে নেট এন্ড সাইবার ক্যাফের মােঃ আমিনুর রহমান (সুমন), কারিগরী সম্পাদক আর এস অর্গানাইজেশন এর রবিউল হাসান (রাজু), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাজী অনলাইন এর মােঃ কবির হােসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলিফা সাইবার ক্যাফের মােঃ নােমান, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক সাইবার হাট এর রিয়াজ আহম্মেদ কনক প্রচার ও জনসংযােগ সম্পাদক ভূঁইয়া টেলিকমের গােলাম কিবরিয়া।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- আড্ডা নেটওয়ার্ক এন্ড সাইবার ক্যাফের হুসনুল বারী, দূরন্ত ইনফরমেশন টেকনােলজীর মােঃ জাহিদুর রহমান, গ্রীন ব্রডব্যান্ড নেটওয়ার্ক সার্ভিসের দিপঙ্কর বড়ুয়া, ইক্সট্রিম নেটের মনুিল হাসান শাওন, আকবর পাওয়ার নেটের আকবর হােসেন এবং ডি-নেট সার্ভিসের শিমুল খান।