ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার ২২টি ইউনিয়নে ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের আওতায় ব্রডব্যান্ড সংযোগের উদ্বোধন হয়েছে।
৯ অক্টোবর, নবাবগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যে যার স্থান থেকে সঠিকভাবে কাজ করার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মানিত অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নবাবগঞ্জ ও দোহার উপজেলার মাঝামাঝি স্থানে হার্ডওয়্যার শিল্পের হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে পলক আরও জানান, বর্তমান সরকারের আমলে আইসিটি খাতে ১৫ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। বেড়েছে আইসিটি শিল্পের রফতানি আয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রিল্যান্সারসহ, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।