বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারনা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়। এই অভিযোগে ইতোমধ্যে রামনা থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,এমপি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোন ফেসবুক এ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক এ্যাকাউন্ট নেই।
জানাগেছে, বাণিজ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট সনাক্ত করার পর গত ৬ জুলাই তারিখে ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে, জিডি নং ২৩৯। এর পর থেকেই দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম শুরু করছে।