বাংলাদেশ ব্যাংকে আন্তঃব্যাংকিং সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে মাইক্রোসফট ও ভিএমওয়্যার। ফলে সহসাই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে টাকা লেনদেন সহ আন্তঃব্যাংক চেক লেনদেন কার্যক্রম শুরু হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
তবে নাম পরিচয় প্রকাশ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা।
সূত্রমতে, গত ১৩ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় সার্ভার ডাউন হয়। ফলে এরপর থেকে অনলাইন লেনদেনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ভোগান্তি দূর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে ‘মাইক্রোসফট ও ভিএমওয়্যার’ প্রযুক্তি টিম।
তবে ত্রুটি সরাতে ঠিক কতক্ষণ সময় লাগবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যেকোনো মুহূর্তে এটি ঠিক হয়ে যাবে এমন আশার কথাই শুনিয়েছেন তারা।
অবশ্য মাইক্রোসফট টেকনিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো তথ্য দিতে অপারোগতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি। একইভাবে ভিএমওয়্যার বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কল করা হলে সাড়া পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে যে দুটি সার্ভিস বন্ধ রয়েছে, সেগুলোর মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে।