বিআরটিসি বাসের ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (১১ এপ্রিল) সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।
এসময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন-বিআরটিসি’র ২৪২ জন কর্মকর্তা কর্মচারীর জন্য তিন কোটি টাকার গ্র্যাচুইটি ঘোষণা করেন।
বিআরটিসির ট্রিপ ব্যবস্থাপনা ও টিকেটিংসহ রাজস্ব আয়ের কাতগুলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অনিয়ম কমে আসে। ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে। তাহলে কোন গাড়ি কোথায় আছে সহজেই জানা যাবে।’
বিআরটিসি’র নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতার উন্নয়নে প্রযুক্তির ব্যবহারে জরুরি বলেও মন্তব্য করেন সেতু মন্ত্রী।