সাইবার আক্রমণ শব্দটির সঙ্গে দেশের মানুষের চেনাজানা খুব বেশি দিনের নয়। দিন দিন তথ্য-প্রযুক্তির প্রসারের সঙ্গে বাড়ছে সাইবার ঝুঁকিও।
ঝুঁকি মোকাবেলায় দেশেই পেশাদার সাইবার নিরাপত্তা কর্মী তৈরি করছে বেআইটি। এতে তরুণদের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। বিদেশি বিশেষজ্ঞ ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার ছেলে’ তৈরিতে ৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এরই অংশ হিসেবে শনিবার বেআইটির প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো প্রথম পর্বের আয়োজন। প্রথম পর্বে ডেটা সেন্টার স্পেশালিস্ট এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নিয়ে ৭ জন শিক্ষার্থী বেআইটিতে তাত্ক্ষণিক চাকরি পেয়েছেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিনের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় ৫০ শিক্ষার্থীকে। তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিনজন , বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) তিনজন এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর একজনকে চাকরি দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকে মেধাবী কোটায় ১০০ শতাংশ স্কলারশিপ এবং বাকি ৪৭ জনকে ৫০ শতাংশ স্কলারশিপ দেওয়া হয়।
বেআইটি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রশিক্ষণ শেষে আইসিসি কমিউনিকেশন লিমিটেড এবং পিয়ার এক্স নেটওয়ার্কে জবের সুবিধা পাবেন শিক্ষার্থীরা। প্রশিক্ষণের জন্য আবেদন বিষয়ক সব তথ্য পাওয়া যাবে ০১৭৯০৮৬৮৮৮১ হটলাইন নম্বরে কল করে।