বুধবার বাংলাদেশে পৌঁছাবে ভারতের উপহার হিসেবে দেয়া করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা। মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম।
এসব টিকা স্বাস্থ্য অধিদপ্তরের সিএমএসডি, ইপিআ্ই এবং তেজগাঁও হেলথ কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়াও বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার যে তিন কোটি ডোজ কিনছে, এর প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে। আর প্রথম চালান হাতে পাওয়ার পর সব জেলায় একসঙ্গে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক।
আর মাঠ পর্যায়ে টিকা দিতে আগামী ২৬ জানুয়ারি থেকেই অনলাইনে নিবন্ধন শুরু হবে। তবে টিকা প্রয়োগের বিস্তারিত পরিকল্পনা করতে মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভা হবে, সেখানেই এ বিষয়টি চূড়ান্ত হবে।