নাটোর সদরের বড়হরিশপুর ইউনিয়ন থেকে শুরু হয়েছে জেলার ডিজিটাল ভূমি জরিপের কাজ। জরিপ কার্যক্রমে চারজন সার্ভেয়ার এবং তাদের সহকারীবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করছেন। এরফলে কার্যক্রম শেষে ওই অঞ্চলের জমির মালিকেরা খাজনা-খারিজসহ সকল তথ্য সংগ্রহ করতে পারবেন খুব সহজেই।
মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার সিতারা বেগম।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার তামান্না নাসরিন উর্মী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. রনী খাতুন, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভূঁইয়া।
রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের তত্ত্বাবধানে নাটোর সদর উপজেলা প্রশাসন, নাটোর সেটেলমেন্ট অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস এই কার্যক্রমে সহায়তা করছে।