যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কাজ করে থাকে তুরস্ক। এখন আমরা যা উৎপাদন করছি তার ৭০ শতাংশের বেশি আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার হচ্ছে। তবে আমরা এক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করেছি। আমরা আমাদের মিত্র দেশগুলোর সঙ্গেও প্রযুক্তি ভাগাভাগি করি। আমরা বাংলাদেশসহ অন্যদের সঙ্গেও প্রযুক্তি ভাগাভাগি করে নিতে রাজি জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু।
বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তুরস্ক সরকারের এই আগ্রহের কথা তিনি তুলে ধরেন।
বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রির পাশাপাশি বাণিজ্য দ্বিগুণ করার আগ্রহের কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু।
তুর্কি মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন করার লক্ষ্য ঠিক করেছি। গত বছর বাংলাদেশে আমাদের বাণিজ্যের পরিমাণ ছিল ১ বিলিয়ন ডলার।
দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু। বুধবার দুপুর পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।