প্রতিবারের মতোই ঈদে ভয়েস ও ইন্টারনেট অফারে গ্রাহকদের আকৃষ্ট করার প্রতিযোগিতায় নেমেছে দেশের সরকারি ও বেসরকারি মোবাইল অপারেটরগুলো। ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ছাড়াও এসএমএস পাঠিয়ে গ্রাহককে এই অফার সম্পর্কে অবহিত করতে শুরু করেছে গ্রাহককে।
ঈদে ইন্টারনেটে সবচেয়ে সেরা অফার দিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। ঈদের খুশি ভাগাভাগি করতে ইন্টারনেটে বেশি বেশি অফার দিয়েছে। প্রতিষ্ঠানটি ৬৩ টাকায় ৫ দিন মেয়াদে ৫ জিবি ইন্টারনেট দিচ্ছে।
ঈদের ছুটি ৩ দিন হলেও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ বিনিময়ে ৭ দিন মেয়াদে ২২ টাকায় ১ জিবি ইন্টারনেট উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয়ও টেলিকম অপারেটর গ্রামীণফোন। এছাড়াও ১৪৮ টাকায় ৭ দিন মেয়াদে ৮ জিবি ইন্টারনেট দিচ্ছে এই অপারেটরটি।
অফারে অ্যাপসকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলালিংক। মাইবিএল অ্যাপে ৪ দিন মেয়াদে ৬৪ টাকায় ৩ জিবি ইন্টারনেট নিলে ৫০ শতাংশ বোনাস ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
ঈদে ডিজিটাল মাধ্যমে সংযুক্ত থাকার আহ্বান জানিয়ে গ্রাহকদের জন্য বিশেষ উপহার ঘোষণা দিয়েছে রবি। রবি সিম থেকে *৯৯৯# ডায়াল করলে ৩দিন মেয়াদে ১৯ টাকায় ৪৫০ এমবি, ১৬ টাকায় এমবি এবং ১০ টাকায় ২০০ ইন্টারনেট অফার করছে অপারেটরটি।