বাজেট সামনে রেখে ব্যস্ত সময় পার করছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য দুই লাখ পাঁচ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করছে পরিকল্পনা কমিশন।
এক্ষেত্রেও বসে নেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দুইটি বিভাগ রয়েছে দুই স্থানে। একটি সচিবালয়। অন্যটি আগারগাঁওয়ে।
অনলাইনের পাশাপাশি এই দুই বিভাগের দপ্তরগুলোতেও সীমিত পরিসরে চলছে জরুরী কাজ। মঙ্গলবার ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা।
নিজ বাসা থেকেই এই সভা পরিচালনা করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর সচিবালায়ের অফিসে বসেই এই বৈঠকে অংশ নিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ নূর-উর-রহমান। নিজ নিজ অফিস থেকে এই সভায় যোগ দিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
বৈঠক বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মার্চের ২৫ তারিখেও আমরা বার্ষিক পরিকল্পনা বৈঠক করেছি। সম্ভবত সেটিই সরকারের প্রথম এডিপি বিষয়ক ডিজিটাল সভা।
এদিকে সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৯-২০ অর্থবছরের মে মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর বাস্তবায়ন পর্যালোচনা সভা করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিজিটাল সভায় আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম ছাড়াও অন্যান্য প্রকল্পের পরিচালকরা সংযুক্ত ছিলেন।
সভায় চলতি অর্থবছরের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও নিজ নিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন প্রকল্প পরিচালকরা।