ঢাকার পর এবার নোটিশ ছাড়াই ফাইবার লাইন কাটা পড়লো কক্সবাজারে। করোনা পরিস্থিতিতে জরুরী সেবা হিসেবে ঘোষিত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পরিবাহি এই তার কেটেছে স্থানীয় বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)।
ফলে জেলা শহরের লাভনি মোড় থেকে কলাতলি পর্যন্ত এক কিলোমিটারের এর বেশি এলাকায় ৫ হাজারের মতো লাইন কাটা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই সংযোগগুগলো বিচ্ছিন্নের ঘটনা ঘটে। ফলে ওই এলাকাটিই এখন ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি ইন্টারনেট সেবাদাতাই এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন কেএস নেটওয়ার্কের নাজমুল করিম।