ভার্চুয়াল ক্লাপিং, হ্যান্ডসেক ও প্রাইজ চেক বিতরণের মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ভার্চুয়াল পুরস্কার বিতরণী। এর মাধ্যমে সদ্য প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামে ঘোষণা করা হলো ব্লকচেইন অলিম্পিয়াড চ্যাম্পিয়ন সম্মাননা।
সামাজিক ভাবে দূরে থাকলেও বুদ্ধিবৃত্তিক উদ্ভাবনে ভার্চুয়ালি আমরা খুবই কাছাকাছি : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রয়োজনই অভাব পূরণ করে, নতুন উদ্ভাবনার জন্ম দেয়। করোনাকালে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি ঠিকই কিন্তু বুদ্ধিবৃত্তিক উদ্ভাবনের দ্বারা ভার্চুয়াল জগতে আমরা একে অপরের খুবই কাছাকাছি আছি।
রোববার হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হংকং ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী ১০ দলের মধ্যে চ্যাম্পিয়ন দল হাইপারঅ্যাকটিভ অরেঞ্জেস দলের নাম ঘোষণা করেন তিনি।
তিনি আরো বলেন, উদ্ভাবনী এবং সৃজণশীল চিন্তা থেকে যে কোন সমস্যাকে সুযোগে পরিণত করতে পারে দেশের তরুণ শিক্ষার্থীরা। তাদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তার সাথে ব্লকচেইনের মতো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তা ব্যবহার করা হলে দেশ অনেকদূর এগিয়ে যাবে।
হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা, ইন্টারন্যাশনাল ব্লকচেইন সোসাইটির সেক্রটারি গ্যাব্রিয়েল চান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল, ব্লকচেইর অলিম্পিয়াড বাংলাদেশ এর আহবায়ক ও বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম কায়কোবাদ, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, এলআইসিটি প্রকল্প পরিচালক মো, রেজাউল করিম, আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এই ডিজিটাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।