ক্লাসে উৎসাহ দিলেও এপ্রিলের প্রথম সপ্তাহে অনলাইনে পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে উচ্চশিক্ষা যাতে ক্ষতিগ্রস্ত না হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে পরীক্ষা এবং ভর্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির দাবির মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেনো অনলাইনে সব ধরনের শিক্ষা কার্যক্রম চালু করতে পারে সেই পথটিই উন্মুক্ত করে দিতে যাচ্ছে কমিশন।
সে বিষয়ে শিগগিরই একটি নির্দেশনা জারি করে কী প্রক্রিয়ায় অনলাইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে তার রূপরেখা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহেই এ বিষয়ে গাইডলাইন প্রকাশ করবে ইউজিসি।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ইউজিসি, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয় হয়।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবীর হোসেনও ওই ভিডিও বৈঠকে সংযুক্ত ছিলেন।
বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষে একাডেমিক কাউন্সিলেরের মাধ্যমে ছুটি কমানো, সাপ্তাহিক ছুটিতে ক্লাস নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে সেশনজট নিরসনের ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।