দেশের সকল তরুণ সমাজকে ঘরে থেকে নিজের এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানের তথ্য ম্যাপে সংযুক্ত করার আহবান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার বিকেলে “ঘরে বসেই পথ দেখানো সম্ভব”- এই স্লোগানে শুরু হওয়া গুগল ম্যাপ ও ওপেন স্ট্রিট ম্যাপ আপডেট করার চ্যালেঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসময় করোনা প্রতিযুদ্ধে যেসব জনপ্রতিনিধি বা স্বোচ্ছাসেবক অসহায়দের সহায়তা করছেন তাদের মুঠোফোনের পাশাপাশি গুগলে ওপেন প্লাটফর্মের মাধ্যমে তাদের উদ্যোগ সংযুক্তির প্রস্তাব দেন তিনি।
পলক বলেন, ঢাকার বাইরের ছোট ছোট উদ্যোগ,যেমন- নাটোরের সিংড়া পৌরসভার মেয়র একটি উদ্যোগ নিয়েছে ‘ঘরে বসে পণ্য, সিংড়াবাসীর জন্য’। সে এটি ফোনে করছে। এমন কিছু উদ্যোগ ওপেন প্লাটফর্মে নিয়ে আসতে গুগল’র দৃষ্টি আকর্ষণ করেন তিনি। যাদের প্রযুক্তি জ্ঞান নেই তাদের জন্য গুগল যেন মিডিয়াম উদ্যোক্তাদের জন্য ওয়েবসাইট বা ম্যানেজমেন্ট সল্যুশন তৈরি করে দিতে পারে।
তিনি আরো বলেন, প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক প্রবাদকে বাস্তবে পরিণত করেছে বাংলাদেশের তরুণরা। গত দুই সম্পাহ ধরে তারা অনেক ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস সল্যুশন নিয়ে এসেছেন। এগুলো আমারা একের পর এক বাস্তবায়ন করছি। ১৭ কোটি মানুষের জন্য কাজে লাগাতে পারছি।
জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের পাশাপাশি মানবিক বাংলাদেশ তৈরিতে তরুণদের এগিয়ে আসতে হবে। সংকটময় মুর্হুর্তে দেশের পুরো মানচিত্র ডিজিটাল সার্চিং ম্যাপে সংযুক্ত করার মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা প্রদানের পাশাপাশি ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌছে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।