টেলিমেডিসিন সেবা চালু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ। সেবা দিতে ২০০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে চালু করা হবে একটি অন ডিমান্ড অনলাইন চিকিৎসা সেবা।
আইসিটি বিভাগ, গ্রামীণ ফোন এবং অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের কারিগরি সহযোগিতায় (স্যাটেলাইট নেটওয়ার্ক) এই সেবাটি ‘উবার ডাক্তার’নামে অভিহিত করা হচ্ছে।
বিএসএমএমইউ এর ২০০ ডক্টরকে নিয়ে ২৪ ঘণ্টার এই সেবা শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।
প্রত্যাশা করছেন, এই সেবা চালু হলে অসুখ-বিসুখে প্রত্যন্ত অঞ্চলে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারবেন দেশের মানুষ।
তিনি জানান, এই সেবা পরিকল্পনা অনেকটা উবারের মত। অর্থাৎ হটলাইনে কেউ ফোন করলে সংশ্লিষ্ট যে চিকিৎসক অ্যাভেইলেবল থাকবেন তাকে কলটি দেওয়া হবে।