আইপি টিভি’র সুযোগ কাজে লাগিয়ে এড্যু ইন্টারটেইনমেন্ট কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন এটুআই এর মানব সম্পদ কর্মকর্তা পুরবী মতিন।
তিনি আরো বলেছেন,সময় এসেছে ওয়েব টিভি, বেসরকারি টিভি, অন্যান্য প্লাটফর্ম ও সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ঘরে বসেই শিক্ষা, স্বাস্থ্য বিনোদন ও গেম খেলার কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
শুক্রবার বিকেলে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় শীর্ষক ভিডিও কনফারেন্সে ‘আমার হাতেই আমার সুরক্ষা’ স্লোগান তুলে এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অনলাইন এড্যু-এন্টারটেইনমেন্ট কনটেন্ট তৈরি এবং বিদ্যমান কনটেন্ট প্রচারণর মাধ্যমে দেশের সাড়ে ৭ কোটি শিশু-কিশোর ও যুবসমাজকে ঘরে রাখা সম্ভব। এক্ষেত্রে সংসদ টিভি-কে ব্যবহার করারা পাশপাশি দেশেই প্রযুক্তি, স্বাস্থ্য ইতিহাস, বিনোদন, ফুড, স্পোর্টস টিভি চালু করতে পারি।