দেশের প্রযুক্তি অঙ্গনে নানা মাত্রিক আয়োজনে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ। দিবস জুড়েই ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র কণ্ঠে বাঙময় হয় দেশের ভার্চুয়াল আকাশ। দেশের সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর তর্জনীর ছবি এবং ভাষণের রঙিন ভিডিও শেয়ার হয়েছে বিপুল উৎসাহে।
নিজেদের ভেরিফায়েড ফেসবুকের প্রোফাইল ছবিতে বঙ্গবন্ধুর ভাষণরত রঙিন ছবি জুড়ে নেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও। তাদের বন্ধু ও অনুসারি হয়ে এই ভিডিও এবং ছবি সারদিনই ঘরেছে ফেসবুকের প্রোফাইল আর পোস্টে। একই ভাবে টুইটারও ছিলো বঙ্গবন্ধুময়।
দিবসটি উপলক্ষে আয়োজিত জয় বাংলা কনসার্ট এর লাইভ সম্প্রচারও হয়েছে ডিজিটাল মিডিয়ায়।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের সব মোবাইলফোনে বঙ্গবন্ধুর ভাষণ পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেই নির্দেশনা অনুযায়ী সকাল থেকে গ্রাহকদের বঙ্গবন্ধুর ভাষণের ভয়েস মেসেজ পাঠাতে শুরু করেছে অপারেটররা। আগামী ১৭ মার্চ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান তিনি জানান, ভাষণ ছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোবাইলফোনে শুভেচ্ছা বার্তা পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনরা পক্ষ থেকে এ বার্তা পাঠানো হতে পারে।