হালকা প্রকৌশল খাতে গবেষণা ও উন্নয়নে জোট বাঁধলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এটুআই এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বর্লাস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা)।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিষ্ঠান তিনটির মথ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সেক্রেটারি ড. আবদুল হামিদ, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী এবং বামা-এর সিনিয়র সহ-সভাপতি জনাব তাসকিন আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব মো. সিরাজুল ইসলাম, বামা-এর সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান জনাব আবদুল মাতলুব আহমাদ, এটুআই সোশ্যাল ইনোভেশন ক্ল্যাস্টার হেড জনাব মানিক মাহমুদ, এটুআই ইনোভেশন ল্যাবের হেড অব টেকনোলজি জনাব ফারুক আহমেদ জুয়েল, বামা’র সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী দ্বীন, সহ-সাধারণ সম্পাদক সোহানা রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।