আইডিয়া থেকে বিশ্ব পরিবর্তন ও বিলিয়ন ডলারের স্টার্টআপ গড়ে তোলার হাতে খড়ি পেলেন চট্টগ্রামের ২০০ তরুণ উদ্যোক্তা।
বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত দুই দিনের ‘স্টার্টআপ চট্টগ্রাম বুট ক্যাম্প ২০২০’ এ এই শিক্ষা নেন তারা।
বুটক্যাম্প ও কর্মশালা উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।
স্টার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, আইডিয়া প্রজেক্টের পরিচালক সৈয়দ মুজিবুল হক, স্টার্টআপ বাংলাদেশের রিসার্চ অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট আরএইচএম আলাওল কবির, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রিজোয়ান খান প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী দিনে ‘ফিন্যান্সিয়াল মডেলিং’ এবং ‘হাউ টু টক উইথ ইনভেস্টর’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।দুই দিনে মোট ৫০টি আইডিয়া পিচিং করার সুযোগ পায়। সেখান থেকে ১৪ আইডিয়া নির্বাচন করা হয়।