দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজের ২টি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট আনলো স্যামসাং। আজ থেকে শুরু হয়েছে প্রি-বুকিং। আগাম বায়নায় দেয়া হচ্ছে এক জোড়া গ্যালাক্সি বাডস প্লাস অথবা ১০ হাজার টাকা ক্যাশব্যাক।
এস টুয়েন্টিতে ব্যবহৃত হয়েছে টেলিফটো লেন্স। এরমাধ্যমে ১০০এক্স জুমে ছবি তুলতে পারবেন ব্যবহারকারী।
অপরদিকে গ্যালাক্সি এস২০ আল্ট্রায় ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
কসমিক ব্ল্যাক ও ক্লাউড ব্লু এই দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০+ এবং কসমিক গ্রে ও কসমিক ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০ আল্ট্রা।
গ্যালাক্সি এস২০+ ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটি পাওয়া যাবে ১,২৯,৯৯৯ টাকায়।