প্রোগ্রামার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়র সহ শুন্য ২২টি পদে ৬৫ জন কর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
অনলাইনে erecruitment.bcc.gov.bd থেকে ফরম পূরণ করে এই আবেদন করতে হবে। ওয়েব সাইটে গিয়ে লগইন/সাইন ইন করে এই আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
এক্ষেত্রে ৬টি পদের জন্য ৩০০ টাকা এবং ১১টি পদের জন্য ২০০ টাকা বিকাশ বা ডিবিবিএল এর মাধ্যমে পরিশোধ করতে হবে। রাজস্ব খাতের অধীন নিয়োগ প্রক্রিয়ায় আরো ৫টি পদের জন্য ১০০ টাকা করে ফি দিতে হবে।
কম্পিউটার কাউন্সিলের সচিব মোহাম্মাদ রাশেদুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়স চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১৮-৩০ বছরের মধ্যে থাকার বাধ্যবাধকতা রয়েছে। নিম্নের বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যাবে।