আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সবকয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) অনুশীলনমূলক ভোটিং কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটারদের ইভিএম-এ ভোট দেয়ার এই অনুশীলন কার্যক্রম চলবে।
এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে অনুশীলনমূলক ভোটিং শুরু হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ইভিএম-এ ভোট প্রদানের প্রক্রিয়ার সঙ্গে ভোটাররা পরিচিত নন। তাই ভোটারদের ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে হয়, তা জানাতে নির্বাচন কমিশন এ ব্যবস্থা গ্রহণ করেছে। জানার আগ্রহ নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভিড় করছেন।
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০টি বুথে ৩০ লাখ ৯ হাজার ভোটার এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার ১ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।