প্রণীত হলো নৌপরিবহন মন্ত্রণালয়ের ডিজিটাল সেবার নকশা। ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাবের সমাপনী অনুষ্ঠানে উপস্থাপিত হয়েছে এই মন্ত্রণালয়ের জন্য প্রয়োজনী ৭২টি সেবা ও ৩৭টি সিস্টেমের ডিজিটাল নকশার রূপরেখা। ৫টি দলীয় পর্যালোচনার মাধ্যমে একটি সমন্বিত সেবা প্লাটফর্মে যুক্ত হবে এই সেবাগুলো। ৫টি সফটওয়্যারের মাধ্যমে এই কাজ সম্পাদন করবে আইসিটি বিভাগের আওতাধীন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই-এর ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর টিম।
এই টিমের সহায়তায় গত ২৬ জানুয়ারি থেকে ৪ দিনব্যাপী ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ আয়োজন করা হয়। ডিজাইন ল্যাব কর্মশালায় নৌপরিবহন মন্ত্রণালয়-এর ৪৫জন কর্মকর্তা, ৮জন সরকারি-বেসরকারি ডিজিটাল সার্ভিস এনালিস্ট, ১০জন এটুআই কর্মকর্তা এবং ৯জন সংশ্লিষ্ট সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন।
বুধবার (২৯ জানুয়ারি) সেগুনবাগিচার পূর্ত ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ল্যাবের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিকের সঞ্চালনায় এটুআই-এর চীফ স্ট্যাটেজিস্ট (ই-গভর্ন্যান্স) ফরহাদ জাহিদ শেখ ল্যাবে ডিজাইনকৃত ও পরিকল্পনাকৃত ডিজিটাল সার্ভিসগুলো সমন্বয় করে ‘ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম’ প্রস্তাবনা উপস্থাপন করেন।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট, পার্মিশন ও এনওসি ম্যানেজমেন্ট সিস্টেম, মেরিন এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, লীজ ও রেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, শেয়ারহোল্ডারস ও লিগ্যাল অ্যাফেয়ার্স ম্যানেজমেন্ট সিস্টেম এবং শীপ ও কার্গো ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিটাল রূপান্তরের কৌশলগত নকশা উপস্থাপন করা হয়। পাশাপাশি ডিজিটাল সেবা দেয়ার জন্য একটি সমন্বিত প্লাটফর্ম চালুর দাবি উত্থাপিত হয়। প্রস্তাবিত এই সমন্বিত প্ল্যাটফর্ম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।