বঙ্গবন্ধুর স্মৃতিধন্য টুঙ্গিপাড়া থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে পল্লী লেনদেন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মিলি বিশ্বাসের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সিংয়ে এই কার্যক্রমে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের উপকারভোগীরা অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহার নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এসময় আগামীতে এই অ্যাপে বীমা সুবিধা ও পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে সংযুক্ত করার দাবি জানান।