ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী কোম্পানি ‘আমরা’ সম্প্রতি খুলনায় আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। এ-উপলক্ষ্যে খুলনা ক্লাব লিমিটেড-এ সোমবার (১৩ জানুয়ারি) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এই সময় তিনি বলেন, খুলনা এখন ব্যবসার প্রধান স্থান হয়ে উঠেছে। আমরা খুলনায় ‘আমরা’র আগমনকে স্বাগত জানাই এবং আশা করি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো‘আমরা’র এই পদক্ষেপে অবশ্যই উৎসাহিত হয়ে এ-অঞ্চলে তাদের পরিধি বিস্তৃত করবে।
‘আমরা’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ তার বক্তব্যে বলেন, “পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সঙ্গে বৃহত্তর খুলনা অবশ্যই বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধনশীল অর্থনৈতিক অঞ্চল হয়ে উঠবে। ‘আমরা’র লক্ষ্যএই অঞ্চলের ডিজিটাল বিবর্তনে সহযোগী হওয়া।
এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের প্রথম বারের মতো কোলাবর টেভি রোবট প্রদর্শনী।