তথ্য প্রযুক্তিতে অবদান রাখায় দেশের ১০ নারী ব্যাক্তিত্বকে সম্মানিত করলো বিশ্বের প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেস সম্মাননা দিলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অ্যাডা লাভলেস উদযাপন-২০২০ অনুষ্ঠানের সমাপনী দিনে শুক্রবার (৩ জানুয়ারি) এই সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন- যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের (National Science Foundation) প্রোগ্রাম ডিরেক্টর ডঃ ফাহমিদা নিলুফার চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক, জনতা ব্যাংক লিমিটেডের বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সফটওয়্যার সংস্থা দোহাটেক নিউ মিডিয়াযর চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা।
এছাড়াও এই সম্মাননা পেয়েছেন- বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথম মহিলা ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, দেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জেসমিন।
অপর সম্মাননা প্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সুরাইয়া পারভিন, উইন ইনকর্পোরেট এবং উইনমিয়াকি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান ড. কাশফিয়া আহমেদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) -এ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মাহমুদা নাজনীন।
বাংলাদেশী আমেরিকান বিজ্ঞানী এবং নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে শীর্ষস্থানীয় দলের সদস্য মাহমুদা সুলতানা, কর্নেল বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম চৌধুরী, যুক্তরাজ্যের ব্রিটিশ সিকিউরিটি সফ্টওয়্যার এন্ড হার্ডওয়্যার সংস্থা সফোসের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দলের একজন প্রধান বিজ্ঞানী আওয়ালিন সোপান এবং ইন্টেল কর্পোরেশনের পারফরম্যান্স আর্কিটেক্ট ড. ইফফাত কাজীও এই সম্মানা অর্জন করেছেন।