অথচ সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। অথচ ডিজিটাল পদ্ধতি তারা পছন্দ করে না, তারা কতটা সেকেলে মানসিকতার, কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে। তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের লাইনে রেল-ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ‘ইভিএমে ভোট সুষ্ঠু হবে না বিএনপি’র এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে ইভিএম নাকি ডিজিটাল ভোটচুরির মেশিন। অথচ এটা সবশেষ প্রযুক্তি। ইভিএমে যদি ভোট হয়, সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। এটি অ্যাকসেপটেড একটি সিস্টেম। কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।