ইন্টারনেটে তথ্য প্রকাশে সচেতনতা, ব্রাউজিং ও ডাউনলোডের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড ও পিরেক্স নেটওয়ার্ক লিমিটেডের জেনারেল ম্যানেজার আতিকুর রহমান।
রোববার, (২৯ ডিসেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের একটি ফেসবুক পোস্টের উল্লেখ করে তিনি বলেন, ইন্টারনেট আমাদের জ্ঞানের ভাণ্ডার। নানা কাজেই এই ব্যবহার হচ্ছে। তাই এই মাধ্যমকে বাধা সৃষ্টি করা যাবে না। সচেতনতার মাধ্যমেই এই জগতে নিরাপদ থাকতে হবে।
আতিকুর রহমান বলেন, জরিপ অনুযায়ী, দেশের তরুণরা প্রতিদিন গড়ে ৮৭ মিনিট ব্যয় করেন ইন্টারনেটে। এর মধ্যে গড়ে ৪৬ মিনিট সময় কাটান ফেসবুকে। আর এখানে আমরা না জেনে, না বুঝে ব্যক্তিগত অনেক তথ্য প্রকাশ করি। এর মাধ্যমে আমাদের ব্যক্তিগত অনেক তথ্যই পাচার হয়ে যাচ্ছে। এসব বিষয় কিন্তু প্রযুক্তি দিয়ে মোকাবেলা করা যাবে না।
তিনি আরো বলেন, গত ৩০ নভেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক কম্পিউটার সিকিউরিটি দিবসে মূল প্রতিপাদ্যেও এই সচেতনতাকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত এপ্রিলে প্রকাশিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ব্যাংকের ৫০ ভাগ সাইবার নিরাপত্তায় নেক্সট জেনারেশন ফায়ারওয়াল (এনজিএফডব্লিউ) সফটওয়্যার পুরোপুরি স্থাপন করতে পারেনি। তাহলে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারবো? এসব বিষয়েই আমাদের সকলকে সচেতন হতে হবে।