দেশে প্রথম বারের মতো আয়োজিত আন্তর্জাতিক কম্পিউটার গেমিং প্রতিযোগিতা ‘এসার প্রিডেটর লীগ ২০২০’ প্রতিযোগিতায় ডোটা-২ খেলায় দলভিত্তিকভাবে দেশ সেরা হয়েছে ‘দ্য কাউন্সিল’। আগামী বছর ফেব্রুয়ারিতে ফিলিপাইনসের ম্যানিলা শহরে চূড়ান্ত পর্বে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বিজয়ী দলটি।
বিজয়ী হয়ে ছয় লাখ টাকা পুরস্কার পেয়েছেন এই দলের সদস্য মোহাম্মদ আমিন, জুন্নুন ইকবাল, মোহাম্মদ আরন, অভিক রাহমান, ফাহিম উজ্জামান ও রাহিব রেজা।
শুক্রবার রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের জাতীয় পর্ব। এসার ভারতীয় অঞ্চলের প্রধান বিপণন কর্মকর্তা চন্দ্রহাস পানিগ্রাহী, এসার ব্র্যান্ডের বাংলাদেশী পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম মুহিবুল হাসান, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন প্রমুখ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ইন্টারনেটের মাধ্যমে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়া প্রাথমিক পর্বে ৭০০ জন প্রতিযোগী ১১২ দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।