বাংলাদেশেই তৈরি হচ্ছে ইসিজি মেশিন, ফটোথেরাপি, এক্সরে ভিউবক্স ও পেশেন্ট মনিটর। দেশের ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস (ইএমএস) খাতকে এগিয়ে নিতে এই চারটি ডিভাইস তৈরি করছে সেলট্রন ইলেক্ট্রো মেডিকেল সার্ভিসেস লিমিটেড।
মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রতীক হিসেবে সেলট্রনের তৈরি ডিভাইসে ব্র্যান্ড নাম দেয়া হয়েছে অপরাজেয়।
বাংলাদেশে চিকিৎসা প্রযুক্তির ডিভাইস তৈরি নিয়ে সেলট্রনের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ফাউজুল মুবিন জানিয়েছেন, দেশি পণ্য হওয়ায় প্রথমদিকে গুণগত মান নিয়ে মানুষ প্রশ্ন তুললেও এখন পাল্টে গেছে চিত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল-নার্সিং হোম, ক্লিনিকে সেলট্রনের তৈরি মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহৃত হচ্ছে। কাঁচামালের সহজলভ্যতা, সস্তা শ্রম ও স্থানীয় বাজারের কারণে এসব পণ্যের দামও হাতের নাগালে। যেখানে বিদেশি ইসিজি মেশিন ক্রয় করতে খরচ হয় ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মতো, সেখানে একই মানের পণ্য সেলট্রন দিচ্ছে ৭৫ হাজার টাকায়।

আগামীতে সিটি স্ক্যান ও বায়োকেমিস্ট্রি এনালাইজারের মতো ডিভাইস তৈরি করবেন বলেও তিনি জানান।
প্রসঙ্গত, ২০১৫ সালে মেইড ইন বাংলাদেশ প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সেলট্রন ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশেই চিকিৎসাসেবায় ব্যবহৃত পণ্য উৎপাদন শুরু করে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি আইএসও সনদও পেয়েছে।