ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল দেশের সফটওয়্যার খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেড। শনিবার (২০ ডিসেম্বর) কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে দিবসটি পালন করে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রাইডসিস আইটির উদ্যোক্তা ও ব্যবস্খাপনা পরিচালক মনোয়ার ইকবাল বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল মানসম্মত সফটওয়্যার পণ্য ও সেবা তৈরি করা। বিদেশি সফটওয়্যার থেকে নির্ভরতা কমিয়ে দেশীয় সফটওয়্যারের প্রতি আস্থা অর্জন এবং দেশের বাইরে বাংলাদেশি সফটওয়্যার রপ্তানি করা। ছয় বছরের পথ চলায় আমরা অনেকদূর এগিয়েছি। সামনে আমাদের অনেক পথ বাকি।
দেশে গার্মেন্টস খাতের প্রয়োজনীয় ইআরপি সফটওয়্যার সেবা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, মাদাগাস্কার,থাইল্যান্ড, ফিজি, ইন্দোনেশিয়াতেও সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
গার্মেন্টস খাতের পূর্ণ ইআরপি সফটওয়্যার সেবার পাশাপাশি কাটিং ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং, কাটিং এজ বিভিন্ন প্রযুক্তি ও সফটওয়্যার সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এআই, বিগডেটা, মেশিন লার্নিং, অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিংসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন সেবাও এনেছে প্রাইডসিস।
সম্প্রতি শীর্ষ পোশাক উৎপাদনকারী আল মুসলিম গ্রুপ ও নাসা গ্রুপ ইআরপি সফটওয়্যার সেবা দেওয়ার চুক্তি করেছে প্রাইডসিস এর সাথে। প্রাইডসিস ইআরপি বাংলাদেশসহ ফিজি,মাদাগাস্কারের ১৫টি পোশাকশিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে প্রাইডসিসের তৈরি এ সফটওয়্যার।