নতুন উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই সময়ে স্টার্টআপগুলোকে ভালো করতে হলে তিনটি ‘কো’ এর প্রতি নজর দিতে হবে। কো-ক্রিয়েশন, কোলাবোরেশন এবং কো-ইনভেস্টমেন্ট। তিনি আরো বলেন, আমাদের আইসিটি টাওয়ারে কো-ওয়ার্কিং স্পেস আছে। সেখানে আমরা নতুন স্টার্টআপদের অফিস করে বসার সুযোগ দিচ্ছি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইউএনডিপি ও সিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ন্যাশনাল ডায়ালগ অন পস্টার দ্য স্টার্টআপ ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আগে ভিডিও প্রেজেন্টেশন দেয়ার সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট হতে সহায়তা দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মধ্যে ১০০ জন উদ্যোক্তা তৈরি করা হবে। এ ছাড়া আইডিয়া প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে এক হাজার স্টার্টআপ তৈরি করা হবে। স্টার্টআপ একদিকে কর্মসংস্থান সৃষ্টি করবে অন্যদিকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
তিনি বলেন, আমরা আমাদের যুবকদের চাকরি খোঁজার থেকে চাকরি দেবে এমন যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে চাই। আগামী সময়ে আইসিটিখাতে আরও প্রায় ১০ লাখ কর্মীর কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টিতে কাজ করছি আমরা। আমরা স্টার্টআপ কোম্পানি প্রতিষ্ঠা করছি এসব নতুন উদ্যোগগুলোকে সহায়তা করার জন্য।
প্রতিমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের অধীন বিভিন্ন জেলায় ২৮টি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। উদ্যোক্তাদের পার্কগুলোতে ওয়ার্কিং স্পেস, মেন্টরিং, কোচিং ও গবেষণাসহ নিজেদের উদ্ভাবনকে সঠিকভাবে কাজে লাগাতে সার্বিক সহায়তা করা হবে। এতে উদ্যোক্তাদের চাকরির জন্য কোথাও যেতে হবে না। তারা নিজের চাকরির ক্ষেত্র তৈরি করবে। তারা সফল হলে দেশীয় পণ্যের বিকাশ ঘটবে এবং বিদেশি পণ্যের আগ্রাসন থেকে দেশ রক্ষা পাবে।
অনুষ্ঠানে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান নিগুয়েন বলেন, ইউএনডিপি সবসময় যুবকদের আরও বেশি বিনিয়োগের জন্য উত্সাহ দেয়। যাতে তারা এসডিজি বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং জবাবদিহিতার ক্ষেত্রে সক্রিয় নিয়ামক এবং অংশীদার হতে পারে। ইয়ুথ কো-ল্যাব এর মতো প্ল্যাটফর্ম এই দেশ ও এই অঞ্চলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে তরুণদের সামনে নিয়ে আসবে; কেন্দ্রে নিয়ে আসবে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো বক্তব্য দেন সিটি ফাউন্ডেশনের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি রাজা শেখেরন।