১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওয়েবসাইটকে মোবাইল অ্যাপ্লিকেশনে রূপান্তরের ফ্রি সেবা ঘোষণা করেছে স্থানীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এমসিসি লি. (মাল্টিমিডিয়া কন্টেন্ট এন্ড কমিউনিকেশনস্ লি:)। বুধবার (১৮ ডিসেম্বর থেকে) ক্ষুদ্র উদ্যোক্তা ও স্টার্ট-আপদের জন্য প্রতিষ্ঠানটির web to app application টি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুবিধা দিয়েছে কোম্পানিটি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির কারিগরি প্রধান মাইনুল ইসলাম বলেন, ‘দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) শ্রেণীর বিকাশে অনেকেই সৃজনশীল উদ্যোগ নিয়ে নিজের স্টার্ট আপে যুক্ত হচ্ছেন। আমরা দীর্ঘদিন ধরেই এই সকল উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি নিয়ে কাজ করছি। এবার আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদের প্রযুক্তিটিকে উন্মুক্ত করে দিয়েছি, যাতে তারা এর সুবিধা গ্রহণ করতে পারেন।’ যে সকল উদ্যোক্তা ও স্টার্টআপ বিনামূল্যে এই পণ্য ও সেবা পেতে আগ্রহী, তাদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে https://mcc.com.bd/products/11th-anniversary-offer/ লিঙ্কে প্রবেশ করে নাম ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে।
এমসিসি লি ২০০৮ সাল থেকে বাংলাদেশের আইটি শিল্পে মোবাইল এ্যাপ্লিকেশন, ওয়েব এ্যাপ্লিকেশন ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। দক্ষিণ এশিয়ার আইটি শিল্পে সবচেয়ে গতিশীল আইটি পেশাদার হিসেবে স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং সরকারি সংস্থাগুলির সাথে সফলতার সাথে কার কাজ করেছে। প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় আছে মোজিলা, নোকিয়া, অপেরা, টেলিনর এএস, দ্য ডেইলি স্টার, প্রযোজক এলো, গ্রামীণফোন লিমিটেড, বিশ্ব ব্যাংক, ইউএসএআইডি, বিবিসি মিডিয়া অ্যাকশন, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ সরকার প্রভৃতি।