পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় আগামী ৪ বছরে প্রায় ২ হাজার প্রযুক্তি দক্ষ জনবল প্রয়োজন হবে বলে জানিয়েছেন বিজ্ঞানমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা প্রকৌশলীরা রূপপুর প্রকল্পে যোগ দিয়েছেন। তাদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ চলছে।
এগিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড এর (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. শৌকত আকবর বলেন, রাশিয়ার সাথে চুক্তির আওতায় ভবিষ্যতের পরমাণু প্রকৌশলী আর প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
জানাগেছে, বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে অন্তত ছয়টি পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণ করবে বাংলাদেশ। এজন্য পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষ জনবল লাগবে প্রায় ১০ হাজার।