ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেলো ’ফ্যানফেয়ার বিজ ফিয়েস্তা ১.০। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ও ফ্যানফেয়ার বাংলাদেশ লিঃ এর সহযোগিতায় আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে ১০ ডিসেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হেসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মোঃ নুরুল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যানফেয়ার বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব- উল হক মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থায়ী ক্যাম্পাসের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ প্রমুখ।
দিনব্যপী এই ’ফ্যানফেয়ার বিজ ফিয়েস্তা ১.০ আয়োজন করা হয় বিজনেস কুইজ প্রতিযোগিতা, ব্র্যান্ড বিল্ডিং প্রতিযোগিতা, মার্কেটিং কেস প্রতিযোগিতা, বিজনেস কুইজ, ডিজিটাল মার্কেটিং গেম, মার্কেটিং বিতর্কসহ বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতা।