চলতি বছরে প্রযুক্তি খাতে অস্কার খ্যাত এপিকটা বিজয়ীদের সংবর্ধিত করলো বেসিস। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত ফ্যালিটেশন অনুষ্ঠানে বিজয়ীদের ফুল দিয়ে বরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে বেসিস পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিয়েতনামে অনুষ্ঠিত ১৯তম এপিকটা প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ৩ চ্যাম্পিয়ন ও ৫ ম্যারিট সম্মননা জয়ীদের ভবিষ্যত তরুণদের প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সাহস যোগাবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে ঢাকায় এপিকটা আয়োজনে টেনমিনিট স্কুল নিয়ে প্রথম বারের মতো আমরা এই অস্কার জিতে ছিলাম। এবার বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ পদক পেয়ে সত্যি ইতিহাস তৈরি করতে পেরেছি।
তিনি বলেন, ভবিষ্যত সফটওয়্যার ডেভলপার গড়ে তুলতে আমরা এবার স্টুডেন্ট ক্যাটাগরিতে বেশি মনোযোগ দেব। বেসিস ও আইসিটি বিভাগ নিয়ে গঠিত আইসিটি পরিবার মিলে আগামীতে এগিয়ে যাবো।
পলক জানান, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় এবার আমরা সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রি ইনোভেশন স্থাপন করছি। ইতিমধ্যেই এর নকশা তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, প্রথমবার আমরা একটি মেরিট, পরের দুইবার একটি করে উইনার এবং কিছু মেরিট পজিশনে জিতেছিলাম আমরা। এবার সব রেকর্ড ভেঙ্গে তিনটি উইনার এবং চারটি ক্যাটাগরিতে পাঁচটি মেরিট সম্মাননা অর্জন করেছি। এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে, প্রতিনিয়ত আমরা ভাল করছি। আগামীবার দেখা যাবে এর থেকে ভাল করব আমরা।
স্বাগত বক্তব্যে অ্যাপিকটায় বাংলাদেশের ইকোনমিক কো-অর্ডিনেটর রাশেদ কামাল বলেন, এ বছর আমরা সবচেয়ে ভালো ফলাফল করেছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের অন্যতম পদক্ষেপ দেশীয় তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা। এ বছর অ্যাপিকটায় এ কাজটি আমরা সফলভাবে করতে পেরেছি।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস থেকে মনোনীত ৩২টি প্রকল্প এবার ভিয়েতনামে আয়োজিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডে ভালো করেছে। আমরা নিজেদের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করেছি। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে আগামী ৫ বছরের জন্য আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আর্থিক সহযোগী হিসেবে থাকতে পেরে আমি গর্ব বোধ করছি।
প্রসঙ্গত, চতুর্থবার অংশ নিয়ে এবারের এপিকটায় টেকনোলজি (আইওটি) ক্যাটাগরিতে বন্ডস্ট্যাইন’র পিজি ট্র্যাকার, ইন্ডাস্ট্রিয়াল (জেনারেল) ক্যাটাগরিতে সূর্যমুখী এবং কনজিউমার (মার্কেটপ্লেস অ্যান্ড রিটেইল) ক্যাটাগরিতে এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) একশপ চ্যাম্পিয়ন পদক অর্জন করে। অন্যদিকে কনজিউমার (মার্কেটপ্লেস) ক্যাটাগরিতে সিগমাইন্ডের ইন্টেলিজেন্ট কম্পিউটার ভিশন টেকনোলজি ফর ভিডিও এ্যানালিটিক্স, কনজিউমার (ব্যাংকিং এ্যান্ড ফাইন্যান্স) ক্যাটাগরিতে সিএমইডি ডিজিটাল প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস মডেল, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এ্যান্ড সাপ্লাই চেইন ক্যাটাগরিতে প্রাইড সিস আইটি লিমিটেড এবং পাবলিক সেক্টর ন্যাশনাল ইনফরমেশন সেন্টার (৩৩৩) এবং দূতাবাস ‘মেরিট’ পজিশন অর্জন করে।