বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে বিটিসিএলের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বস, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন, পরিচালক আজিজুল ইসলামসহ সভায় পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্ষিক আর্থিক প্রতিবেদন পেশ করার পর সভায় বিটিসিএল-কে কীভাবে সামনে আরো লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়।